পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে সদস্যদের মতামতের ভিত্তিতে নেছার উদ্দিন আহমেদ টিপু-কে সভাপতি এবং অমল মুখার্জীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। অভিজ্ঞ ও গ্রহণযোগ্য এই দুই সংবাদকর্মীকে নেতৃত্বে আনা নিয়ে প্রেসক্লাবের সদস্যদের মাঝে সন্তোষ বিরাজ করছে।
নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নতুন নেতৃত্ব কলাপাড়ার সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।
এছাড়াও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া, জ্ঞানার্থী ব্লাড ফাউন্ডেশন কলাপাড়া সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং ব্যক্তিগতভাবে অনেক গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিক মহলে এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে বলা হচ্ছে, নতুন নেতৃত্ব গণমানুষের পক্ষে সোচ্চার থাকবেন এবং ন্যায়-সত্যের পথে সাংবাদিকতার আদর্শ রক্ষা করবেন।