কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ধানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে কলাপাড়া পৌর শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পটুয়াখালী-৪ এর সাবেক এমপি মৃত মাহবুবুর রহমান তালুকদারের নাম ব্যবহার করে রিয়াজ তালুকদার দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলেন।
এলাকায় গুঞ্জন রয়েছে—তিনি ক্ষমতার দাপটে কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন এবং একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।
রিয়াজ তালুকদার ধানখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন।
এ কারণে প্রায় আট বছর আগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে দাবি করেছে তার পরিবার।