নাজমুস সাকিব, কলাপাড়া
কলাপাড়া পৌর এলাকার একটি খালে বর্জ্য ফেলার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট সাবেক কাউন্সিলর। তিনি জানান, ঘটনাটি তাঁর অজান্তে ঘটে এবং এটি ছিল তাঁর নিয়োজিত শ্রমিকদের অনিচ্ছাকৃত ভুল।
ঘটনার পর তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ও ভবিষ্যতে এমন কাজ আর হবে না বলে অঙ্গীকার করেন। সেই সঙ্গে লিখিত মুচলেকাও প্রদান করেন।
তিনি নিজ দায়িত্বে বর্জ্য অপসারণের কাজ শুরু করেছেন, যাতে সহায়তা করছেন তাঁর নিজস্ব কর্মীরা।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসিন সাদিক। তিনি পুরো বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সাবেক কাউন্সিলরের এই দ্রুত পদক্ষেপ ও দায় স্বীকার করাকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের মতে, এমন ঘটনায় আরও সতর্কতা ও জনসচেতনতা প্রয়োজন।
https://shorturl.fm/rQW1B
vtyrtu
https://shorturl.fm/xhN9m
https://shorturl.fm/xjlV3
https://shorturl.fm/3KheW
https://shorturl.fm/RySKw
https://shorturl.fm/peOjq
https://shorturl.fm/HwsxH
https://shorturl.fm/SQqi8