নাজমুস সাকিব, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ প্রজাতির হাঙরের মাচ জব্দ করেছে কলাপাড়া বন বিভাগ। এ অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে পরিবেশবাদী সংগঠন “পরিবেশ বাঁচাও আন্দোলন, কলাপাড়া”।
ঘটনাটি ঘটে ৭ আগস্ট, বুধবার রাত ৮টার দিকে। অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক নজরুল ইসলাম, সদস্য তানভীর সিয়াম,
এ বিষয়ে কলাপাড়া বন বিভাগের কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ঘটনাস্থল থেকে নিষিদ্ধ হাঙরের মাচ জব্দ করি। এগুলো পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য হুমকি তৈরি করে। জব্দকৃত মাছ যথাযথভাবে ধ্বংস করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলনের সংগঠক নজরুল ইসলাম বলেন, হাঙরসহ সামুদ্রিক নিষিদ্ধ প্রাণীর অনিয়ন্ত্রিত শিকার রোধে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, ইতোপূর্বেও কলাপাড়ায় কয়েকবার নিষিদ্ধ সামুদ্রিক প্রাণী শিকারের অভিযোগ উঠেছে। পরিবেশ রক্ষায় প্রশাসন ও সচেতন মহলের যৌথ উদ্যোগ অব্যাহত রয়েছে।