ডেস্ক রিপোর্ট:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এবং বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিকে সামনে রেখে এনসিপি’র পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় স্তরে জনসংযোগ বাড়াতে কুয়াকাটা সৈকত এলাকায় সদস্য সংগ্রহের লিফলেট বিতরণ করেছে
আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টার দিকে কুয়াকাটা সৈকতের আশেপাশের এলাকা ও জনবহুল রাস্তা ঘুরে দলব্যবস্থা, নীতি ও উদ্দেশ্য চিত্রায়িত লিফলেট বিতরণ
করে এনসিপির পটুয়াখালী, কলাপাড়া কুয়াকাটার সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি, পটুয়াখালী জেলা শাখার সদস্য ও কলাপাড়া উপজেলার সংগঠক ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মামুন,পটুয়াখালী জেলা শাখার সদস্য মাহাবুবুল আলম নাঈম,পটুয়াখালী জেলা শাখার সদস্য মো. মনিরুজ্জামান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ আল ইমরান, মো: রেজাউল করিম, আব্দুল্লাহ আল নোমান, সোহানুর রহমান সালমান, নাহিদ আহাম্মেদ, মো: তুহিন প্রমুখ
স্থানীয় বাসিন্দা মো.সোহেল বলেন, লিফলেট পড়লেই স্পষ্ট বোঝা যায় দল শুধু নাম নয়, কাজের মাধ্যমে জনগণের সঙ্গে থাকতে চায়।
জাতীয় নাগরিক পার্টি, পটুয়াখালী জেলা শাখার সদস্য ও কলাপাড়া উপজেলার সংগঠক ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ মামুন বলেন, আমরা চাই এনসিপি যেন শুধু একটা নাম নয়, মানুষের জীবনে স্পর্শ করতে পারার শক্তি রাখে। লিফলেট বিতরণ একটা ছোট উদ্যোগ—কিন্তু প্রত্যেকটি সদস্য সত্যিকার অর্থে সক্রিয় হলে সেটিই হবে বড় পরিবর্তন।” তিনি আরও জানালেন, “আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন সদস্য তালিকা তৈরি করা হবে; তারপর হবে প্রশিক্ষণ ও এলাকায় কাজ‐পরিকল্পনা।”
এদিকে, কিছু মানুষ বলছেন দলীয় কাজের বিবরণ, দায়িত্ব ও স্বচ্ছতা বিষয়ে আরও বিশদ তথ্য পেলে কাজ সহজ হবে। স্থানীয়রা আশা করছেন এনসিপি এই উদ্যোগকে ধারাবাহিক রাখবে এবং জনগণের আস্থা অর্জন করবে।