ডেস্ক রিপোর্ট:
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ নিয়েছে ছাত্রদল। মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সংগঠনের পক্ষ থেকে ডাস্টবিন স্থাপন করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব মনোভাব সৃষ্টি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ডাস্টবিন ব্যবহার করে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে সহযোগিতা করবেন।
এ সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম এবং কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল।
স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, শুধু রাজনৈতিক কার্যক্রম নয়, সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও ছাত্রদল সবসময় সক্রিয় ভূমিকা রাখতে চায়।