কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে কলাপাড়া উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম আল কায়সারী।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল খালেক ফারুকী, উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, সাবেক কুয়াকাটা আমীর মাওলানা মাইনুল ইসলাম মান্নান এবং কলাপাড়া পৌর আমীর মাওলানা আমিনুল ইসলাম।
বক্তারা পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।