কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে স্থানীয় নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বক্তারা বলেন, ওলামা দল সবসময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কলাপাড়া উপজেলা সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা সভাপতি মাওলানা আবদুল আউয়াল, পৌর সভাপতি ফোরকানুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু হানিফ সহ স্থানীয় নেতাকর্মীরা।