কলাপাড়া পোস্ট
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খালপাড় এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০২১-এর ৮ বিধি লঙ্ঘনের অপরাধে এক ব্যক্তিকে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার ৭ নভেম্বর উপজেলার বানাতিবাজারে অভিযান পরিচালনা করে সুলতান (৫৫) নামে এক ব্যক্তিকে গর্ভবতী পশু জবাইয়ের অপরাধে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারা অনুযায়ী ১০,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিকের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা এবং কলাপাড়া থানা পুলিশের একটি টিম।
এ সময় বাজার কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অভিযানে সহযোগিতা করেন।প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এ ধরনের আইন লঙ্ঘন রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।