নাজমুস সাকিব, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলাধীন বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
সভাপতিত্ব করেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাসির উদ্দীন হাওলাদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের ন্যায্য অধিকার ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “একটি জাতির ভিত্তি গড়ে ওঠে শিক্ষকদের হাত ধরে, তাই শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে নিজেদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।
মতবিনিময় সভাটি শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং ভবিষ্যতে শিক্ষা উন্নয়নমুখী কার্যক্রমে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।