নাজমুস সাকিব, কলাপাড়া
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বনাম আমতলী উপজেলা-এর মধ্যে এক চমৎকার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার। ১৫ ওভারের এই খেলায় শুরু থেকে শেষ পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে মাঠে।
শেষ ওভারের শেষ বল পর্যন্ত টানটান উত্তেজনা বিরাজ করে। জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ রান—এমন সময়ে কলাপাড়ার খেলোয়াড় জুবায়ের দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে দলকে রোমাঞ্চকর জয় উপহার দেন। ফলে কলাপাড়া উপজেলা ৫ উইকেটে জয়ী হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
কলাপাড়া বন্ধুর ব্যবসায়ী সমিতির হাই সিনিয়র সহসভাপতি বিল্লাল খান কাবুল, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মী আরিফ সিকদার, এজে ইলেকট্রনিক্স এর মালিক জাহিদ হোসেন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, এবং কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম রয়েল।
খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন টিংকু রায় ও সুমন, আর ধারাভাষ্যে ছিলেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক ক্রীড়া সম্পাদক মারুফ হোসেন।
বন্ধুত্ব, খেলাধুলার চেতনা ও আনন্দে ভরপুর এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা ক্রীড়ামনস্কতা ও সৌহার্দ্যের অনন্য উদাহরণ স্থাপন করেন।