শের-ই-বাংলা নৌঘাঁটি–পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান
কলাপাড়া পোস্টঃ বাংলাদেশ নৌবাহিনীর শের-ই-বাংলা নৌঘাঁটি থেকে পায়রা বন্দরের ৬ লেন সড়কের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের জন্য দরপত্র (Request for Quotation–RFQ) আহ্বান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০ নভেম্বর এ দরপত্র আহ্বান করা হয়।
দরপত্রের আওতায় সংযোগ সড়ক নির্মাণের পূর্বপ্রস্তুতিমূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে টপোগ্রাফিক সার্ভে, সাবসয়েল ইনভেস্টিগেশন, হাইড্রোলজিক্যাল স্টাডি, রোড ও কালভার্ট ডিজাইন, বিল অব কোয়ান্টিটি (BOQ) প্রস্তুত, প্রয়োজনীয় নকশা ও ড্রয়িং প্রণয়ন এবং প্রকল্প বাস্তবায়নকালীন সুপারভিশনসহ পরামর্শক সেবা প্রদান।
নৌবাহিনীর প্রকৌশল শাখার তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী যোগ্য পরামর্শক প্রতিষ্ঠান বা ব্যক্তিদের নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে ২৮ নভেম্বর দুপুর ২টার মধ্যে কোটেশন জমা দিতে হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ সংযোগ সড়ক বাস্তবায়িত হলে শের-ই-বাংলা নৌঘাঁটি ও পায়রা বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সুসংহত হবে। একই সঙ্গে এটি কৌশলগত, বন্দরভিত্তিক ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।