পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা
তালুকদার আশিক, কলাপাড়া
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়ন (গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নং খুলনা–২০৮১)-এর উদ্যোগে একটি পরিচিতি সভা আজ ১৮ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এম এ বকর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন মোঃ শাহাদাত তালুকদার। সভায় সভাপতিত্ব করবেন মোঃ ইব্রাহিম সাউগার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জহিরুল ইসলাম। পরিচিতি সভায় পায়রা বন্দরে কর্মরত স্টিভেডরিং ও হ্যান্ডেলিং শ্রমিক-কর্মচারীসহ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সভায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য, শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশ উন্নয়ন এবং শ্রমিক স্বার্থ রক্ষায় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে।
ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের ঐক্য সুদৃঢ় করা এবং পেশাগত মর্যাদা রক্ষায় এ পরিচিতি সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।