বর্তমান সমাজে যখন সহিংসতা, অবহেলা ও নিষ্ঠুরতা প্রায় নৈমিত্তিক, তখন ব্যতিক্রমী এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। তিনি একটি আহত সাপের চিকিৎসায় প্রশাসনিক সহায়তা দিয়ে প্রমাণ করলেন- প্রাণ যে-ই হোক, তা রক্ষা করা দায়িত্বের অংশ।
আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন থেকে মৃদু বিষধর একটি কালনাগিনী সাপ আহত অবস্থায় উদ্ধার করেন অ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালী সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সী। সাপটির নড়াচড়ায় অস্বাভাবিকতা দেখে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সংগঠনের কলাপাড়া টিম লিডার বায়েজীদ আহসান জানান, ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের সহযোগিতায় সাপটির এক্স-রে করানো হয়। রিপোর্টে মেরুদণ্ডের হাঁড়ে ফাটল ধরা পড়ে।
ল্যাব এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের টেকনিশিয়ান জুবায়ের রহমান মেহেদী বলেন,
এই প্রথমবার কোন সাপের এক্স-রে করেছি।এটা ভিন্নধর্মী এক অভিজ্ঞতা।
বর্তমানে সাপটি বায়েজিদ মুন্সীর ব্যক্তিগত তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। ঢাকায় একজন ভেটেরিনারি সার্জনের পরামর্শে পরবর্তী চিকিৎসার প্রস্তুতি চলছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, প্রতিটি প্রাণের জীবন গুরুত্বপূর্ণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের মতো প্রাণীদেরও বাঁচিয়ে রাখা আমাদের মানবিক দায়িত্ব।
স্থানীয় পরিবেশ সচেতন মহল ও নাগরিক সমাজ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। এই পদক্ষেপ প্রমাণ করে, প্রশাসনের মানবিক দায়িত্ববোধ কতটা গভীর ও সুসংহত হতে পারে।