কলাপাড়া প্রতিনিধি:
আজ রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে, কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে লোহার এঙ্গেল বহনকারী একটি ট্রাক আমতলী থানাধীন ছুড়িকাটা এলাকায় পৌঁছালে, ১২-১৩ জন ব্যক্তি ট্রাকটি অবরোধ করে। তারা ট্রাকের চালকের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মালিকের নিকট ১ লক্ষ টাকা চাঁ’দা দাবি করে।
ঘটনার সংবাদ পেয়ে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের ধরতে তৎপর হয়। এ সময় চাঁ’দাবাজ ইমরান হোসেন সাগরকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। তবে বাকি অভিযুক্তরা পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনাটি আমতলী থানায় চাঁ’দাবা’জি মামলার প্রস্তুতি চলমান, এবং অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
স্থানীয়দের দাবি, এমন ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা জরুরি।
https://shorturl.fm/OWgNA
https://shorturl.fm/NSeCa
https://shorturl.fm/zbk7q
https://shorturl.fm/KnCcY
https://shorturl.fm/Gq9WV
https://shorturl.fm/8qOMe
https://shorturl.fm/SvNQV