নাজমুস সাকিব
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখার নির্দেশে কলাপাড়া উপজেলা শাখার এক নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
২৩ জুন সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শিপন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত ব্যক্তি হলেন সোহেল দেওয়ান, যিনি কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুর রহমান খাঁন বাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির-এর নির্দেশে গৃহীত হয়েছে।
এ বহিষ্কারের কপি সংশ্লিষ্ট উপজেলা শাখা ও অন্যান্য নেতৃবৃন্দের কাছেও প্রেরণ করা হয়েছে।