নিজস্ব প্রতিবেদক
কলাপাড়া, পটুয়াখালী || ৩০ জুলাই ২০২৫, বুধবার
কলাপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।
অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন ড্রেন, পরিত্যক্ত টায়ার, খালি বোতল, পাত্র, জমে থাকা পানির উৎস, বাড়ির ছাদ ও আঙিনার ঝোপঝাড় ইত্যাদি পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে পরিস্কার করা হয়। জনসাধারণকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি বলেন,ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রতিটি বাসাবাড়ি, স্কুল, অফিস–সবখানেই আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
অভিযানে কলাপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার মাধ্যমে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় প্রশাসন।