1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল পটুয়াখালীর কলাপাড়ায় রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অবৈধ পশু জবাইয়ের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড পটুয়াখালী- ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় খালের সীমানা চিন্তিত করন সহ ৭ দফা দাবি ডেংগু সচেতনতা বৃদ্ধিতে শিশুদের নিয়ে আমরা কলাপাড়াবাসী সংগঠনের সচেতনতা বৈঠক গাঁজা পরিবহনের দায়ে যুবকের ১ মাসের কারাদণ্ড কয়লা দূষণ বন্ধের দাবি ও জলবায়ু ঋণ বাতিলের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন সাইকেল র‍্যালী

টেকসই বেড়িবাঁধের দাবীতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৩৩ জন দেখেছেন

নাজমুস সাকিব, কলাপাড়া
কলাপাড়ার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামে ২৫০ পরিবার, ২০০ একর কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান রক্ষায় সাড়ে ৩ কিঃমিঃ টেকসই বেড়িবাঁধের দাবী জানিয়ে

টিয়াখালী নদীর অস্বাভাবিক জোয়ারের প্লাবন থেকে বাড়ি-ঘর, চলাচলের রাস্তাঘাট, কৃষিজমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার এবং এলাকাবাসী। ১১ আগষ্ট সোমবার সকাল ১১ টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য গণগবেষক মোসাঃ হালিমা আয়শা । সম্মেলনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা, বেল্লাল হোসেন, রোকেয়া বেগম, ৩য় শ্রেনীর ছাত্র নাইম। আরো বক্তব্য রাখেন গণগবেষক মেহেদী হাসান, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চের সদস্য মোঃ নজরুল ইসলাম সহ প্রমুখ।
এই সময়ে ক্ষতিগ্রস্তরা বলেন, “ আমরা পশ্চিম লোন্দা গ্রামের আনুমানিক ২৫০ টি দরিদ্র পরিবার প্রায় ৪০ বছর ধরে এই এলাকায় বসবাস করছি। আমরা জোয়ার ভাটায় ডুবি ভাসি। আমাদের বেঁচে থাকার জন্য এবং কৃষি জমি রক্ষায় একটি টেকসই বেড়িবাঁধ প্রয়োজন।
লিখিত বক্তব্যে হালিমা আয়শা আরো বলেন,” আমাদের এই ন্যায্য দাবী আদায়ে গত বছর অক্টোবর মাস থেকে আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবন্ধন করেছি। জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছি। পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়া অফিসে লিখিত আবেদন করেছি এবং বারবার আলোচনা করার চেষ্টা করেছি। আমরা জানতে পেরেছি গতবছর আমাদের বেড়িবাঁধের জন্য প্রয়োজনীয় বাজেট নির্ণয় করে উপরস্থ দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। প্রায় এক বছর হয়ে গেলেও এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করেনি।
এই পরিস্থিতে আজকে আমরা কলাগাছের ভেলায় ভেসে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মানের জোর দাবী জানাচ্ছি। এরপরও যদি আমাদের দাবী না মানা হয় তাহলে পরবর্তীতে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বিভাগ বরিশাল অফিসে আমাদের দাবী নিয়ে যাবো।

এই এলাকার মানুষ প্রাকৃতিক দূর্যোগ ঘূর্ণিঝড় ছাড়াও অমাবস্যা-পূর্নিমায় অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয়। ছেলে মেয়েরা স্কুলে যেতে পারে না। চুলায় পানি ঢুকে পড়ায় রান্না করতে পারে না। গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই স্লুইসগেটসহ বেড়িবাঁধ নির্মাণ করার জন্য সরকারের কাছে আবেদন জানায় পরিবারগুলো। তারা বলেন, “আমরা মানবেতর জীবনযাপন করছি। এই অসহনীয় দূর্ভোগ থেকে আমাদের বাঁচান। লিখিত বক্তব্যে বলা হয়,” আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন ভেলায় ভেসে সংবাদ সম্মেলন করছি। যখন আমাদের এলাকায় জোয়ার পানি প্রবেশ করে তখন নৌকা বা ভেলা ছাড়া আমাদের চলাচল অসম্ভব হয়ে পড়ে। এই মুহুর্তে আমাদের বাড়ি-ঘর, রাস্তা ঘাট, স্কুল সব পানিতে তলিয়ে আছে তাই আমরা কলাগাছের ভেলায় ভেসে এই সংবাদ সম্মেলন করছি।

এই পরিস্থিতিতে অসহনীয় দূর্ভোগ থেকে আমাদের প্রায় ২৫০টি পরিবারকে এবং ২০০ একর তিন ফসলী জমি রক্ষার জন্য পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর তীরে দক্ষিণ দিকে এডভোকেড নূর হোসেনের বাড়ি থেকে উত্তর দিকে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত আনুমানিক ৩ কিঃ মিঃ স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ একান্ত প্রয়োজন। এই পরিস্থিতিতে অসহনীয় দূর্ভোগ থেকে আমাদের প্রায় ২৫০টি পরিবারকে এবং ২০০ একর তিন ফসলী জমি রক্ষার জন্য পশ্চিম লোন্দা গ্রামে টিয়াখালী নদীর তীরে দক্ষিণ দিকে এডভোকেড নূর হোসেনের বাড়ি থেকে উত্তর দিকে খালেদ প্যাদের বাড়ি পর্যন্ত আনুমানিক ৩ কিঃ মিঃ স্লুইসগেটসহ টেকসই রিং বেড়িবাঁধ একান্ত প্রয়োজন।
ক্ষতিগ্রস্তরা বলেন, “ঘূর্ণিঝড় রেমালের সময়ে ৪ দিন পর্যন্ত আমাদের বাড়ি-ঘর পানিতে তলিয়ে ছিল। জোয়ার-ভাটায় কৃষি জমি তলিয়ে যাওয়ার কারণে বছরে একবার চাষাবাদ করতেও আমাদের কষ্ট হয়।“
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শাহীন মোল্লা বলেন, আমাদের প্রায় ২০০ একর জমি তলিয়ে থাকে। তিন ফসলী এই জমি অথচ আমরা এক ফসলও চাষাবাদ করতে পারি না। আমরা অনেক কষ্টের মাঝে আছি। আমাদের এখানে একটা টেকসই বেড়িবাঁধ খুবই প্রয়োজন।
হালিমা আয়শা বলেন, আমরা এই এলাকার কয়েকজন স্বেচ্ছাসেববক মিলে দীর্ঘ দুইমাস ধরে একটি গবেষণা করেছি। আমাদের গবেষণায় এই এলাকার বিভিন্ন সমস্যা পেয়েছি যার মধ্যে কৃষি উৎপাদন কম হওয়া, যাতায়ত ব্যবস্থার সমস্যা পেয়েছি। বাচ্চাদের স্কুলে যেতে অনাগ্রহী। সুচিকিৎসার অভাব। সব কিছুর মূলে গিয়ে একটা সমস্যা পেয়েছি যে টেকসই বেড়িবাঁধ নেই।
উল্লেখ্য গত বছর অক্টোবর মাস থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবন্ধন, জোয়ারের পানিতে দাঁড়িয়ে প্রতিবাদ, পানি উন্নয়ন বোর্ডের কাছে আবেদন সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে টেকসই বেড়িবাঁধ নির্মানের দাবী জানিয়ে আসছে।

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD