1. akmnazmuzsakib@gmail.com : Nazmus Sakib : Nazmus Sakib
  2. khairunnahar311984@gmail.com : কলাপাড়া পোস্ট :
  3. necharlenovo@gmail.com : Nechar Uddin : Nechar Uddin
  4. nex@farabiblog.com : Nex2 :
  5. mdabdullahalnoman819@gmail.com : MD. ABDULLAH AL NOMAN : MD. ABDULLAH AL NOMAN
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়: এক শতাব্দীর শিক্ষা ঐতিহ্য
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের পরিচিতি সভা  সারাদেশে এক লক্ষ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ১ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। শের-ই-বাংলা নৌঘাঁটি-পায়রা বন্দরের সংযোগ সড়ক প্রকল্পে দরপত্র আহ্বান ইসলামী আন্দোলনের কলাপাড়া সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের অব্যাহতি কলাপাড়ায় রিংবাঁধ দিয়ে নদীতীরসহ সংরক্ষিত বনাঞ্চল দখল পটুয়াখালীর কলাপাড়ায় রোমাঞ্চকর প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত কলাপাড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অবৈধ পশু জবাইয়ের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড পটুয়াখালী- ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এবিএম মোশাররফ হোসেন

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়: এক শতাব্দীর শিক্ষা ঐতিহ্য

মোঃ আবদুল্লাহ আল নোমান
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৮২৪ জন দেখেছেন

দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, যার ইতিহাস শতবর্ষের শিক্ষা ও আলোকিত সমাজ গঠনের সাক্ষী। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত এই বিদ্যালয় আজও জ্ঞান, সংস্কৃতি ও প্রগতির ধারক ও বাহক হিসেবে ভূমিকা পালন করে আসছে। ২০১৮ সা‌লের ২৪ সে‌প্টেম্বর এই বিদ্যাপীঠ সরকারীকরণ হয়।

১৯২৮ সালে দক্ষিণ বঙ্গের শিক্ষার প্রসার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে স্থানীয় দানশীল ব্যক্তিদের উদ্যোগে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশেষত রাখাইন সম্প্রদায়সহ স্থানীয় জনসাধারণের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তৎকালীন কলোনাইজেশন অফিসার কাজী মো. মহিউদ্দিন বিদ্যালয়ের জন্য জমি বরাদ্দ দেন এবং সেখানেই শিক্ষার বাতিঘর নির্মিত হয়। বিদ্যালয়টি আন্দরমানিক নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য পরিবেশে শিক্ষার্থীরা জ্ঞানের সন্ধান পেয়ে থাকে।

সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে ৩৭ জন শিক্ষক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন, যারা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলস পরিশ্রম করছেন। বর্তমা‌নে প্রধান শিক্ষক এর দা‌য়িত্ব পালন কর‌ছেন মোঃ আবদুর র‌হিম (ভারপ্রাপ্ত)

বিদ্যালয়টি উপজেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম, কারণ বিগত কয়েক বছরে ৩৩টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। শুধু পাঠ্যবই-ভিত্তিক পড়াশোনা নয়, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে।

২০২৮ সালে বিদ্যালয়টি এক শতাব্দীর শিক্ষা যাত্রার স্মরণীয় মুহূর্ত উদযাপন করবে। এই ঐতিহাসিক উপলক্ষ সামনে রেখে ২০২৪ সালের ২৮ ডিসেম্বর প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এই পুনর্মিলনীতে দেশ-বিদেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজনে ছিল— বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং স্মৃতিচারণা ও নস্টালজিক গল্প বিনিময়। এই মিলনমেলা বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য প্রয়াস। শতবর্ষ উদযাপনের পাশাপাশি ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে বিদ্যালয়টি নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে।এর ফলে আগামী দিনের শিক্ষার্থীরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, বাস্তবমুখী ও গবেষণা-ভিত্তিক জ্ঞানের জগতে প্রবেশের সুযোগ পাবে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি ঐতিহ্য, একটি ইতিহাস। এক শতাব্দী ধরে এটি অগণিত শিক্ষার্থীর জীবন আলোকিত করেছে, যা ভবিষ্যতেও শিক্ষার আলোর সোপান হয়ে থাকবে।

শিক্ষার শক্তিতেই গড়ে ওঠে উন্নত জাতি—খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় তারই প্রতিচিত্র। 

লেখকঃ
মোঃ আবদুল্লাহ আল নোমান
SSC-2022
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়

আপনার সোসাল একাউন্টে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Powered by ITNexBD