ঝঞ্ঝা-ঝড়ে মূল বৃক্ষ প্রশান্তির ছায়া,
নিরাপদে পরগাছা বাঁচে তারে ধরে!
আঁকড়ে জীবন যাপে অপর ওপরে,
জগদ্দলে চেপে ধরে মূল বৃক্ষ কায়া।
যার শিরে চড়ে বসে কিসে তারে মায়া!
চুষে চুষে তারে খায় স্বীয় স্বার্থ তরে,
আমি বাঁচি পর চিন্তা অনর্থক ভায়া!
নদী কভু ভাবে নাকো কে ডুবে কে মরে।
পরগাছা সবখানে থাকে তরতাজা,
প্রবল দাপুটে বাড়ে হাটে বাটে গায়
মূল শক্তি মরে মরে নিজে বনে রাজা!
সবকালে থাকে এরা উজান না বায়।
আসল হারিয়ে যায় বিস্তারে এদের,
যুগে যুগে পরগাছা নাশে প্রভূদের।
রচনা:১৩ সেপ্টেম্বর,২০২৫।
লেখকঃ দেলোয়ার হোসেন সিকদার