কলাপাড়া প্রতিনিধিঃ
দখল দূষণমুক্ত আন্ধারমানিক নদী চাই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আন্ধারমানিক নদীর তীরে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের রচনায় নদীর গুরুত্ব, দখল ও দূষণ সমস্যার ভয়াবহতা এবং নদী রক্ষার উপায় নিয়ে নানা দিক তুলে ধরে।
অনুষ্ঠানের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মাঝে পরিবেশ ও নদী রক্ষার সচেতনতা সৃষ্টি করতেই এই আয়োজন করা হয়েছে।