বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কলাপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ড শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল তিনটায় বাদুরতলী স্লুইস এলাকায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন কলাপাড়া পৌরসভা মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার এবং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার।
বক্তারা সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।