ডেস্ক রিপোর্টঃ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে ২৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় শিশু সাংবাদিক দলের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আভাস, সিএসআর প্রকল্প ও এলআরপি-৫০-এর আয়োজন এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সভায় শিশু সাংবাদিকরা যোগাযোগ, সাংবাদিকতা, শিশু অধিকার, সামাজিক সমস্যা ও পরিবেশ নিয়ে আলোচনা করেন।
ইউডা শিক্ষার্থী নাজমুস সাকিব শিশু সাংবাদিকদের সংবাদ সংগ্রহ, লেখা ও প্রকাশনার বিষয়ে দিকনির্দেশনা দেন। কলাপাড়া পোস্টের স্টাফ রিপোর্টার তালুকদার আশিক স্থানীয় সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরিতে শিশুদের উৎসাহিত করেন।
সভায় উপস্থিত ছিলেন মোঃ আখতার ফারুক (প্রধান শিক্ষক, ৫০ নং ডালবুগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়), স্পন্সরশীপ অফিসার শরীফ মোহাম্মদ কবির, কমিউনিটি মবিলাইজার মোঃ রাকিবুল ইসলাম ও বিলকিস জাহান, অভিভাবক সালমা বেগম এবং শিশু সাংবাদিক দলের প্রতিবেদক মোসাঃ তাহিয়া (১০ম শ্রেণী, ডালবুগঞ্জ সেকেন্ডারি স্কুল এ্যান্ড কলেজ)।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিশুদের আত্মবিশ্বাস, লেখালেখি ও যোগাযোগ দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।