কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় টেটাবিদ্ধ অবস্থায় এক কুকুরকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইয়াসিন সাদেকের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় “অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী” স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠন এ চিকিৎসার ব্যবস্থা করে।
ঘটনাটি ঘটেছে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি মাছ ধরার কাজে ব্যবহৃত বর্শাসদৃশ যন্ত্র দিয়ে কুকুরটিকে টেটাবিদ্ধ করে। পরে সংগঠনের সদস্য মো. কাওসার ওরফে হৃদয় ঘটনাস্থল থেকে কুকুরটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাত আনুমানিক ১০টার দিকে কুকুরটিকে নিয়ে আসা হয়। বর্তমানে আহত কুকুরটি সংগঠনের হেফাজতে রয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কুকুরটি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের তত্ত্বাবধানে চিকিৎসা অব্যাহত থাকবে।