নাজমুস সাকিব, কলাপাড়া
ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্বসহ সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি নিয়েছেন দলের স্থানীয় নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
নিজের পোস্টে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত ও সাংগঠনিক বিবেচনায় তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে তিনি ভবিষ্যতে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন করবেন কি না—এ বিষয়ে পোস্টে কোনো স্পষ্ট বক্তব্য দেননি।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, তার অব্যাহতির ফলে সংগঠনের স্থানীয় নেতৃত্বে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে।