ডেস্ক রিপোর্টঃ
কলাপাড়া, ২৮ সেপ্টেম্বর: সারদীয় দুর্গোৎসবের মরসুমে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে পূজা উদযাপন করতে পারার নিশ্চয়তা দিতে সরকারি এমবিবি কলেজ ছাত্রদল জগন্নাথ আখড়া বাড়ি মন্দিরের প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ছাত্রদলের সদস্যরা মন্দির প্রাঙ্গণে উপস্থিত থেকে দর্শনার্থীদের তত্ত্বাবধান এবং সড়কপথে নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছেন। এতে করে ভক্তরা নিরাপদে পূজা-পাঠ ও প্রসাদ গ্রহণসহ অন্যান্য ধর্মীয় কার্যক্রম সম্পন্ন করতে পারেন।
এ সময়ে উপস্থিত ছিলেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন, কলেজ ছাত্রদল নেতা কাওসার আকন, খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি মাসুদ সিকদার, সাধারণ সম্পাদক জাকারিয়া সিকদার, এবং সাংগঠনিক সম্পাদক আমান। তারা সবাই মিলে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর ছিলেন।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিটি দুর্গোৎসবের সময় নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি থাকে, কিন্তু ছাত্রদলের এই উদ্যোগে উৎসব উদযাপন অনেক বেশি শান্তিপূর্ণ এবং স্বাচ্ছন্দ্যময় হয়েছে। ছাত্রদলও জানিয়েছেন, তারা ধর্মীয় সহনশীলতা এবং সামাজিক শান্তি বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট।
মন্দির কমিটির একজন প্রতিনিধি বলেন, “ছাত্রদলের সক্রিয় ভূমিকা এবং তৎপর নজরদারি আমাদের ভক্তদের জন্য বড় ধরণের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাদের অবদানের জন্য আমরা কৃতজ্ঞ।
উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বিপুল সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেন এবং ছাত্রদলের সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থার কারণে কেউ যাতে সমস্যার সম্মুখীন না হন, তা নিশ্চিত করা হয়।