ডেস্ক রিপোর্টঃ
কলাপাড়ায় আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষে ৭ সেপ্টেম্বর ২০২৫ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। একশনএইড বাংলাদেশ ও জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট বিডি)-এর সহযোগিতায় প্রান্তজন ট্রাস্ট ও কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এ আয়োজন করে।
সকাল ১১টায় প্রেসক্লাব চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আন্ধারমানিক নদীর তীরে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া অংশগ্রহণ করে। সভাপতিত্ব করেন পরিবেশকর্মী মেজবাহউদ্দিন মান্নু।
বক্তারা বলেন, বায়ুদূষণ বিশ্বে মৃত্যুর অন্যতম কারণ এবং এটি জলবায়ু পরিবর্তনেরও বড় সহায়ক। এ অবস্থায় খসড়া ‘ক্লিন এয়ার অ্যাক্ট’ দ্রুত বাস্তবায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়া জরুরি।
পথসভা থেকে দাবি জানানো হয়-জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, পায়রা ৫০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বাস্তবায়ন এবং পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ধাপ বাতিল।