নিজস্ব সংবাদদাতা
কলাপাড়ায় জেলে হত্যা মামলার আসামি গ্রেফতার সাগরে মাছ শিকারের জন্য ট্রলারে পৌঁছাতে দেরি করায় মারধরে এক জেলের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি শুকুর খান (৫২)কে গ্রেফতার করেছে র্যাব। আজ সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার শুকুর খান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের ছেলে।
জানা গেছে , গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কলাপাড়ার আলীপুর মৎস্য বন্দরের মন্টু ফরাজীর মালিকানাধীন আড়তে দেরিতে পৌঁছানোর কারণে মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদারসহ (২৪) আরো দুই জেলেকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত হেলালের মা শেফালী বেগম মহিপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় এফবি তামান্না ট্রলার মালিক মন্টু ফরাজীসহ কয়েকজনকে আসামি করা হয়।
র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শুকুর খানকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য তাকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় জেলেরা জানান, প্রতিনিয়ত মালিকপক্ষের অমানবিক নির্যাতনের শিকার হন শ্রমিকরা। তবে এবার এক জনের মৃত্যুতে বিষয়টি নিয়ে সকল জেলেদের মধ্যে প্রভাব পড়েছে।