সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে “কলাপাড়ায় প্রতারণার অভিযোগ: ছাত্রদল পরিচয়দানকারী মেহেদী হাসান নিয়ে সতর্কবার্তা প্রকাশ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। সংবাদটি উদ্দেশ্যমূলকভাবে আমার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার জন্য প্রকাশ করা হয়েছে।
আমি স্পষ্টভাবে জানাচ্ছি—সংবাদে উল্লিখিত কোনো ঘটনার সঙ্গেই আমার সম্পৃক্ততা নেই। আমি কখনো কাউকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ গ্রহণ করিনি এবং কোনো প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়াইনি। সংবাদে উল্লেখিত সালিসি, মুচলেকা বা অন্য যে কোনো অভিযোগই সম্পূর্ণ মনগড়া ও অসত্য।
আমি দীর্ঘদিন ধরে দুর্দিনের ছাত্রদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে রাজনীতি করে আসছি। আমার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চালানো হয়েছে, যা গভীরভাবে দুঃখজনক।
আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
মেহেদী হাসান
দুর্দিনের কর্মী,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মিঠাগঞ্জ, কলাপাড়া
https://shorturl.fm/zbk7q
https://shorturl.fm/VtTFH
https://shorturl.fm/o1Euu
https://shorturl.fm/n2Fbz
https://shorturl.fm/ibnTo
https://shorturl.fm/EjeaM
https://shorturl.fm/zA2PS