মেয়েদের রাগ অনেক সময় খুব সহজেই প্রকাশ পায়, আবার অনেক সময় বোঝাই মুশকিল হয়ে দাঁড়ায়। প্রেমিকা হোক বা স্ত্রী—তারা কোন কারণে অভিমান বা রাগ করে, সেটা পুরুষদের কাছে প্রায়ই রহস্য মনে হয়। অনেকে বুঝতেই পারেন না, সামনের মানুষটি রাগ করেছে কি না। তাই আগে থেকেই জানা জরুরি, কোন কোন কারণে মেয়েরা বেশি রেগে যায়।
মেয়েরা সবচেয়ে বেশি বিরক্ত হয় যখন তাদের কাছে মিথ্যা বলা হয়। যত জটিল পরিস্থিতিই হোক না কেন, তারা সত্য শুনতেই স্বস্তি পান। আপনি মিথ্যা বললে তারা খুব সহজেই তা ধরে ফেলতে পারেন। তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মিথ্যা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।
প্রেমিকা বা স্ত্রী ফোন দিলে সঙ্গে সঙ্গে রিসিভ না করলে মেয়েরা বেশ রেগে যায়। এমনকি অনেক ক্ষেত্রে সন্দেহও তৈরি হয়। তাই যত ব্যস্তই থাকুন না কেন, তাদের কলের জবাব দেওয়ার চেষ্টা করুন দ্রুত।
মেয়েরা যখন অনেক কাজের মধ্যে ডুবে থাকে, তখন সামান্য সান্ত্বনার কথাও তাদের কাছে অনেক বড় ব্যাপার হয়ে দাঁড়ায়। আপনি যদি এড়িয়ে যান, তবে তা তাদের কষ্ট দেয় এবং রাগও বাড়িয়ে তোলে।
কথা দিয়ে কথা না রাখা, যেমন—ফোন করার কথা ভুলে যাওয়া বা কিছু নিয়ে আসার প্রতিশ্রুতি ভুলে যাওয়া, এগুলো মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। এমন সামান্য ভুলই তাদের রাগ বাড়িয়ে তোলে।
মেয়েরা কখনোই তাদের প্রিয়জন—পরিবার বা বন্ধুদের নিয়ে বাজে কথা সহ্য করতে পারে না। তাই তাদের সামনে প্রিয়জনদের সমালোচনা করা উচিত নয়।
সঙ্গীর সঙ্গে থাকা অবস্থায় অন্য কারো প্রতি বেশি মনোযোগ দিলে মেয়েরা নিজেকে অবহেলিত মনে করে। তারা ভাবে, তাদের গুরুত্ব কমে গেছে। তাই সম্পর্কের ভারসাম্য রাখতে হলে সঙ্গীকে অবহেলা না করে তাকে প্রাধান্য দেওয়াই সবচেয়ে ভালো।
সব মিলিয়ে বলা যায়, মেয়েদের মন খুব সংবেদনশীল। সামান্য অবহেলা বা প্রতিশ্রুতি ভঙ্গও তাদের মনে অভিমান তৈরি করে। তাই সঙ্গীকে বুঝতে চেষ্টা করাই সবচেয়ে জরুরি।